প্লে স্টোর থেকে ৩টি জনপ্রিয় অ্যাপ সরাল গুগল
এখনকার দিনে স্মার্ট ফোন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর স্মার্টফোন মানেই বিভিন্ন ধরণের রকমারি অ্যাপস। তবে ইতিমধ্যে বেশ কিছু অ্যাপের ক্ষেত্র সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় সেগুলি গুগল সরিয়ে দিয়েছে প্লে স্টোর থেকে। ওই অ্যাপগুলির বিরুদ্ধে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার ফলেই গুগলের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাপগুলি হল প্রিন্সেস সালন , নম্বর কলোরিং ক্যাটস এবং কসপ্লে। জানা গিয়েছে , এগুলি শিশুদের তথ্য সঞ্চয় করে রাখে। এই সঞ্চয় করে রাখা ডেটা তারা কোন থার্ড পার্টির কাছে বিক্রি করছিল বলেও জানা গিয়েছে। তবে এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ঠিক কি ধরনের তথ্য তারা চুরি করছিল।